বুড়িচং প্রতিনিধি : রোবরার সকালে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার আগানগর এলাকায় বি-পাড়া গামী দ্রুতগতির যাত্রীবাহী অটোরিক্্রা সি.এন.জির ধাক্কায় অজ্ঞাত (১৩)এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে । স্থানীয় লোকজন সি.এন .জিরটি ধাওয়া করে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায় রোববার সকাল ১০টায় কুমিল্লা থেকে বি-পাড়া গামী যাত্রীবাহী একটি সি.এন.জি থেকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর এলাকায় অজ্ঞাত (১৩)এক স্কুল ছাত্র নেমে সি.এন.জি চালকে ভাড়া দেওয়ার সময়ে পিছন দিক থেকে দ্রুত গতির অপর একটি সি.এন.জি ধাক্কা দিলে ঘটনা স্থলে সড়কে পড়ে তার মৃত্যু হয়।এসময় সি.এন.জি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে ।সি.এন.জি চালক পালিয়ে যায় ।অজ্ঞাত ছাত্রটিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে যায় ।বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়–য়া বলেন নিহত স্কুল ছাত্রের পরিচয় পাওয়া যায়নি ।নিহতের লাশ ও দূর্ঘটনার শিকার সি.এন.জি পুলিশের হেফাজতে রয়েছে।