চান্দিনা প্রতিনিধি।
কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি’র উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব মো. আবদুল করিম মাস্টার (৮২) শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে কুমিল্লা হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ২ টায় হারং সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সন্ধ্যায় হৃদযন্ত্রের সমস্যা অনুভব করলে তাকে কুমিল্লা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্ঈ ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি মো. আতিকুল আলম শাওনসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।