
বরুড়া প্রতিনিধি।।
বরুড়ার দিঘলীতে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মো. সুমন উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউপির বড় লক্ষ্মীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ।
নিহতের চাচা সাংবাদিক মো. বিল্লাল হোসেন বলেন, সুমন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সে দিঘলীতে পৌঁছালে তার মোটরসাইকেলকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ওসি মো. আজম উদ্দিন মাহমুদ বলেন, দুর্ঘটনার বিষয়ে অবগত নই। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।