স্টাফ রিপোর্টার।। আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার চেয়ারম্যান ও কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ডায়়াবেটিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বুধবার রাত ৮টা ১০ মিনিটের সময় ঢাকার শ্যামলীতে বেসরকারি প্রতিষ্ঠান স্পোশালাইজড হাসপাতালে মারা যান। আলহাজ্ব মো. খোরশেদ আলমের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি কাজী আবুল হাসেম।
তিনি জানান, আলহাজ্ব মো. খোরশেদ আলমের বাড়ি কুমিল্লা নগরীর চর্থা বড়পুকুর পাড় চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ছিলেন। মৃতুকালে তিনি এক ছেলে ও চার মেয়েকে রেখে গেছেন। তিনি কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সকল সদস্য শোকাহত।