আবদুল্লাহ আল মারুফ।।
জাতীর পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মুদাফরগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়।
পরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। লাকসামের মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি এটিএম আলমগীরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।