মাসুমুর রহমান মাসুদ ।।
চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল মান্নান মুন্সী (৬৫) শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া …. রাজিউন)। তিনি পৌর এলাকার কচুয়ারপাড় মুন্সী বাড়ি গ্রামের বাসিন্দা। রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ এজমা, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।