স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার সকালে পূবালী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিক সিকদার, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মাসুদ পারভেজ ইমরানসহ অন্যান্যরা।
আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘কুমিল্লার মাটিতে মৌলবাদীদের স্থান নাই। আমার বাবা অ্যাডভোকেট আফজল খান কুমিল্লার মাটি থেকে ফ্রিডম পার্টিকে উচ্ছেদ করেন। একইভাবে কুমিল্লার মাটি থেকে মৌলবাদী শক্তিকে উচ্ছেদ করা হবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে, তাদের উচ্ছেদ করা হবে।’