আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী দিবস পালিত হয়েছে। গতকাল কুমিল্লা উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুমিল্লা মহানগর সভাপতি মিতা শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আইরীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য নাসরিন জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি শামসুন্নাহার পুতুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবিনা শিকদার, টিলটি সেন গুপ্তা, দপ্তর সম্পাদক নাজমুন্নাহার পিয়া,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইতু আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন, রওশন আরা পলি, নাজনীন ফেরদৌসী, পূর্ণিমা পাল, শাহানা আক্তার বিউটি প্রমুখ।
ক্যাপশন : নারী দিবসে আলোচনা সভায় অতিথিদের সাথে মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।