স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পরিবহনে যাত্রী নিরাপত্তায় চালকের পরিচিত কার্ড সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। প্রথমদিন কিছুসংখ্যক চালককে পরিচয় কার্ড দেওয়া হয়েছে। এরপর নিবন্ধনকৃত সাড়ে আট হাজার চালকের মাঝে পরিচয় কার্ড প্রদান করা হবে। ধীরে ধীরে অনিবন্ধনকৃত পরিবহনের চালকদেরও নিবন্ধন সাপেক্ষে পরিচয় কার্ড দেওয়া হবে। পরিচয় কার্ডে থাকছে চালকের নাম, মোবাইল নম্বর ও ঠিকানা। যাত্রাপথে যাত্রী ও চালকরা যাতে কোনোপ্রকার হয়রানির শিকার না হন, সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ।
উদ্বোধন কার্যক্রমে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মো. মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) নাজমুল আহসান, নিরাপদ সড়ক চাইয়ের সদস্য ও রোটারিয়ান কাজী জাকির হোসেন এবং সিএনজি-অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ।